ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ তাকে হত্যার জন্য মাঠে নেমেছে এমন তথ্য পেয়ে থানায় জিডি করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলানগর থানায় করা জিডিতে হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য জিডি করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় সংসদে অর্থ বিল পাস
জিডিতে উল্লেখ করেন, “২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নামিয়েছে। আপনি রাতে বাহিরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যাক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন।”
আরও পড়ুন: গুলশান-বারিধারায় লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী
জিডিটির তদন্তভার পাওয়া শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “এ বিষয়ে একটি জিডি হয়েছে, জিডির একটি কপি আমিও হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস
