Logo

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা, জানতে চান উচ্চ আদালত

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ০১:৪৯
36Shares
মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা, জানতে চান উচ্চ আদালত
ছবি: সংগৃহীত

আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।

বিজ্ঞাপন

ভিসা, বিএমইটি ছাড়পত্র থাকা সত্ত্বেও ১৬ হাজার ৯৭০ কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী ৭দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রবিবার (৩০ জুন) মৌখিকভাবে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়,“একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি। আর আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠায়নি নিয়োগকর্তা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী।  

পরে আইনজীবী তানভীর আহমেদ বলেন, “ঘটনার এক মাস অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি উপস্থাপনের পর আদালত এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলেছেন।’

বিজ্ঞাপন

জেবি/এসবিন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD