স্ত্রীর উপর অভিমান করে রিক্সা চালকের আত্মহত্যা
জান্নাতুর রহমান
প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪
রাজধানীর খিলগাঁওয়ের সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার একটি বাসায় স্ত্রীর উপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামের এক রিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (৩০ জুন) দুপুর দেরটার দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতে চাচা জসিম মাতব্বর জানান,আমার ভাতিজা পেশায় রিকশাচালক দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমানে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।আমরা দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার দক্ষিণ খাকছড়া গ্রামের জাহাঙ্গীর মতব্বরের সন্তান,বর্তমানে খিলগাঁওয়ে সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার ৩৬৬ নম্বর বাসার পঞ্চম তলার চতুর্থ তলায় থাকতেন।
আরও পড়ুন: সাদিক এগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন ডিএনসিসির
খিলগাঁও থানা উপ-পরিদর্শক(এসআই)মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই দেখতে পাই ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান আমরা স্বজনের সাথে কথা বলে জানতে পারি স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেবি/এসবি