Logo

তবে কি রোহিতকে অবসর নিতে বাধ্য করা হয়েছে?

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৪, ০১:০১
37Shares
তবে কি রোহিতকে অবসর নিতে বাধ্য করা হয়েছে?
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে ২৫৭ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত

বিজ্ঞাপন

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর পরই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তাদের ঘোষণার ২৪ ঘন্টা না পোহাতেই বিদায় নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দলের এই তিন সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে বিদায় যা কেউ হয়তো অনুমানও করতে পারেনি। তবে এভাবে অবসর নেওয়ার পরিকল্পনা ছিল না বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ফাইনালের পর মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর সংবাদ সম্মেলনে গিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন এই তারকা। তবে সংবাদ সম্মেলন শেষে ভারতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোহিত বলেন, আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল... আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে ২৫৭ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। এমন ছন্দে থাকা অবস্থায় হঠাৎ কেন অবসর নিলেন মূলত এই প্রশ্নের জবাব খুঁজতেই রোহিতের সামনে হাজির হয়েছিলেন ভারতীয় সাংবাদিকরা। তখনই নিজের অবসরের সিদ্ধান্তের জট খোলেন এই ভারতীয় তারকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণায় এই ক্রিকেটার বলেন, এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আমি এটা (টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি) খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

রোহিত শর্মার অবসরের ফলে টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া হতে পারেন বলে শোনা যাচ্ছে। এর আগে ২০২৩ সালে রোহিতের অনুপস্থিতিতে হার্দিক ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD