চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আজমপুরের আল আমিন গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৯ পিএম, ২রা জুলাই ২০২৪


চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আজমপুরের আল আমিন গ্রেফতার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।


জানাযায়, মঙ্গলবার (২ জুলাই) ভোর পৌনে ৫ টার দিকে দর্শনা থনার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন দর্শনা আজমপুর গোরস্থান পাকা রাস্তার উপর। গ্রেফতারকৃত আল আমিন দর্শনা পৌরসভার আজমপুর গোরস্থান পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে।


আরও পড়ুন: ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ভুয়া পরীক্ষার্থীর জেল


এ সময় দর্শনা থানার এসআই সেকেন্দার আবু জাফর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আল আমিনকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এমএল/