নির্বাচন থেকে সরছেন না বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪


নির্বাচন থেকে সরছেন না বাইডেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন জানিয়েছেন, নির্বাচন কোথাও যাচ্ছেন না, শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।


বৃহস্পতিবার (৪ জুলাই) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব চাপ উপেক্ষা করে নির্বাচনি লড়াইয়ে ‘শেষ পর্যন্ত’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


এতে বলা হয়, এবারের ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (৩ জুলাই) তার প্রচারণা কর্মীদের সাথে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন।


আরও পড়ুন: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট আজ


এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চার বছর আগের মতো এবারের নির্বাচনেরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


আরও পড়ুন: কাল যুক্তরাজ্যে নির্বাচন, রেকর্ড ভাঙা জয়ের সম্ভাবনা লেবার পার্টির


এবারের এই নির্বাচনকে সামনে রেখে গেল সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।


মূলত  গেল সপ্তাহের সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, “৮০ বছরের বেশি বয়সি বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।”


জেবি/এসবি