গোয়াইনঘাটে নৌকাসহ ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার-১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪


গোয়াইনঘাটে নৌকাসহ ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার-১
ছবি: প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে নৌকাসহ ২৬৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়।


শুক্রবার (৫ জুলাই) সকালে পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে নৌকাসহ চিনি ও চোরাচালানে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। 


আরও পড়ুন: ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি


গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই (নিঃ) মো. আজিজুর রহমান জানান, গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুরে সাকিনের হেফাজতে থাকা ২৬৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া আরো দুটি নৌকা উদ্ধার করা হয়। জব্দ করা ভারতীয় চোরাই চিনির আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। 


তিনি জানান, অভিযানে একজনকে গ্রেফতার ও এজাহারনামীয় পলাতক ৫ জনসহ অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জন আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন: বিপদসীমার ওপরে গোয়াইন নদীর পানি, প্লাবিত ১৫১ গ্রাম


গ্রেফতারকৃত আসামী হলেন, গোয়াইনঘাট থানার লুনি হাওর এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে আবুল হায়াত (৩০)। পুলিশ জানায়, অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে।


এমএল/