ব্রাজিল-উরুগুয়ের ম্যাচে ৩ রেফারিই আর্জেন্টিনার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪


ব্রাজিল-উরুগুয়ের ম্যাচে ৩ রেফারিই আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। এর আগে ম্যাচটির অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে কনমেবল, যার মধ্যে মূল রেফারিসহ তিনজনই আর্জেন্টাইন। 


রবিবার (৭ জুলাই) সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী মুখোমুখি হবে দুই দল। 


আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ


অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে মূল রেফারি দায়িত্ব দেয়া হয়েছে দারিও হেরেরাকে। তার সহাকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি যথাক্রমে এল সালভাদরের ইভান বারটন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো।


আরও পড়ুন: মার্টিনেজ বীরত্বে টাইব্রেকারে জিতে সেমিতে আর্জেন্টিনা


ব্রাজিলের পেনাল্টি না পাওয়ার আলোচনার মাঝেই উরুগুয়ে ম্যাচে ৩ জন আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়ায় সমালোচনা শুরু হয়েছে কনমেবলকে নিয়ে। সমর্থকরা দাবি করছে, “আর্জেন্টাইন রেফারিরা ইচ্ছা করেই ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন। যদিও এ নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে কেউ কিছু বলেননি।”


জেবি/এসবি