বাগেরহাটের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শেখ তন্ময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪
বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
শনিবার (৬ জুলাই) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ টুন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী খেলায় সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৫-১ পরাজিত করে বাদেকাড়াপাড়া পল্লীমঙ্গল ফুটবল একাডেমি।
আরও পড়ুন: সম্পদ দখলের অভিযোগ প্রবাসীর স্ত্রী ও স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। ৪টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ফাইনাল হবে আগামী ৩ আগষ্ট।
উদ্বেধনী অনুষ্ঠানে শেখ তন্ময় জেলার যুবদের মাদক ও মোবাইল ছেড়ে মাঠমুখি হওয়া আহবান জানানোর পাশাপাশি বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামকে নতুন কারে জানানোর ঘোষনা দেন।
আরও পড়ুন: মোংলায় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার 'ল্যাপটপ' পেলো ৮০ নারী
উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমস, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের কমিটির আহবায়ক অমিত রায়সহ বাগেরহাট জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় বাগেরহাট জেলার কয়েক’শত দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/