ভারতে প্রবল বৃষ্টিতে দুইদিনে নিহত ১৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪


ভারতে প্রবল বৃষ্টিতে দুইদিনে নিহত ১৩
ছবি: প্রতিনিধি

বর্ষা আসতেই যেন বেড়ে যাই দুর্ভোগ। ভারতের উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিতে ২ দিনে প্রাণ হারালেন ১৩ জন। আহত বহু।


৭৫ টি জেলার মধ‍্যে ৪৫ টিতে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিজনিত কারণেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে বলে জানাগেছে।


আরও পড়ুন: বিশ্বকাপজয়ী ভারতকে হারিয়ে জিম্বাবুয়ের উৎসব


সূত্রে প্রকাশ, ফতেহপুর, রায়বরেলি, বুলন্দশহর,কনৌজ, কৌশাম্বী, মেইনপুরী, ফিরোজাবাদ, প্রতাপগড়, উন্নাও জেলায় প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।


১৩ জনের মধ‍্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের।পানির স্রতে ভেসে গেছেন ২ জন গাছে।  গাছের চাপা পড়েও প্রাণ হারিছেন 

 আরও কয়েকজন। সীমান্তের জেলাগুলির বাসিন্দাদের অতি ভারি বৃষ্টির জন‍্য সর্তক করেছে প্রশাসন।


 এসডি/