Logo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ০৫:২০
53Shares
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুর কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

বিজ্ঞাপন

গাজীপুর কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাজীপুর- আজমতপুর- ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর এলাকায়। নিহত চাঁন মিয়া (৬০) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোক্তারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বায়েজিদ হোসেন শেখ সবুর বিষয়টি নিশ্চিত করে  জানায়, রবিবার (৭ জুলাই) ভোরে কৃষক চাঁন মিয়া বাইসাইকেলে করে  ধনিয়া পাতা নিয়ে  বিক্রির জন্য পার্শ্ববর্তী আওড়াখালি বাজারে যাবার সময় গাজীপুর- আজমতপুর- ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের  মৈশাইর ব্রিজের কাছে পৌঁছালে সামনের  দিক থেকে আশা একটি কাভারভ্যান চাপা দেয়। 

পরে তিনি রাস্তায় পরে গেলে পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তার উপরে উঠে পরে। এতে করে সে পায়ে ও মাথায় মারাত্মকভাবে আহত হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির ঘাতক কাভারভ্যান ঢাকা মেট্রো, ট ২৪-৭৯২৩ এবং পিকআপ ভ্যান ঢাকা মেট্রো,  ন ১৩-৯৪৮৩ টি  আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ মারুফ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ২০১৮ আইনে  মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD