পিএসসির প্রশ্নফাঁস: দুই উপপরিচালক ও গাড়ি চালক আবেদ আলীসহ গ্রেফতার ১৭

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়।
বিজ্ঞাপন
বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) তাদের গ্রেফতারের খবর জানা গেছে। এ ঘটনায় সিআইডির অভিযান চলমান রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালক, দুই অফিস সহায়কও।
উলেখ্য, সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্তবৈভবের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়। যদিও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন
সর্বশেষ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। উঠবস করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও।
জেবি/এসবি








