Logo

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৪, ০৩:৩৯
56Shares
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

এই কর্মসূচী জেলাব্যাপী করা হবে বলেও জানান তারা

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৯ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

রবিবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে শহরের শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চ থেকে এ কর্মসূচী শুরু করে জেলা স্বেচ্ছাসেবকলীগ। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বসত বাড়িতে ধাপে ধাপে ৯ হাজার গাছ লাগানোর কথা জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রকৃতির বিরুপ আচরণে চুয়াডাঙ্গায় বছরের বেশিরভাগ সময়েই প্রচন্ড তাপদাহ বয়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় চলতি বর্ষা মৌসুম থেকে বৃক্ষরোপণ কার্মসূচী হাতে নিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এ আয়োজনের মধ্য দিয়ে প্রথম পর্যায়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাসা বাড়িতে ফলজ ও বনজ গাছ লাগানো হচ্ছে। এই কর্মসূচী জেলাব্যাপী করা হবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

আয়োজনের মূল উদ্যোক্তা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, এর আগেও বিভিন্ন জন বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে, কিন্তু গাছ পরিচর্যা না করায় তাতে খুব বেশী লাভ হয়নি। তাই এবার ভিন্ন উদ্যোগে বসত বাড়িতে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর থেকে প্রতিটি গাছ যত্নে বেড়ে উঠবে, আমাদের উদ্দেশ্যও সফল হবে। যেহেতু গাছগুলো বাড়ন্ত ফলজ এবং বনজ, তাই অনেক মানুষ আছেন যারা আগ্রহের সাথে আমাদের গাছের চারা সংগ্রহ করছেন। সেই চাহিদার প্রেক্ষিতে এই কর্মসূচীে আগামীতে আরও বিস্তরভাবে ছড়িয়ে পড়বে। যা সবুজ বনায়ন গড়তে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হালিম ভুলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবের কমান্ডার বীর ‍মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান। পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সেক সামি তাপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফসহ দলীয় নেতাকর্মীরা।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD