নান্নুর টার্গেট আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ সুপার এইটে উঠলেও, শেষটা রাঙাতে পারেনি শান্ত-সাকিবরা। কারণ এই রাউন্ডে এসে টাইগাররা জয়ের দেখা পায়নি একটা ম্যাচেও। অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে পাত্তায় পায়নি টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কাছাকাছি গিয়ে হারলেও, তাদের খেলার ধরন নিয়ে পড়তে হয় তুমুল সমালোচনার মুখে। কারণ সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও, ঘাটতি দেখা গেছে তাদের মানসিকতায়।
মঙ্গলবার (৯ জুলাই) টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ সময় নান্নু বলছিলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে। সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরও কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে।’
আরও পড়ুন: গুরু হারাচ্ছেন রিশাদরা, মুশতাককে ধরে রাখতে ব্যর্থ বিসিবি!
নান্নু আরও বলেন, ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে ভালো করবে দল। তিনি বলেন, ‘এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিৎ। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি।’
জেবি/আজুবা