ডা. সাবরিনাসহ সাত জনের নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

করোনা মহামারির সময় চিকিৎসায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ ৭ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই সময় কারোনা টেস্টের ১৫ হাজার ৪৬০ ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করেন তারা।
বুধবার (১০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: ইসির মামলায় ডা. সাবরিনার বিচার শুরু
মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ডা. সাবরিনা শারমিন হুসেন, জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, অফিস স্টাফ আ স ম সাঈদ চৌধুরী হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারী ও জেকেজি হেলথ কেয়ারের মালিক জেবুন্নেসা রিমা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

জুলাই গণ-অভ্যুত্থান: দেশজুড়ে ২০ জুলাই চলচ্চিত্র প্রদর্শন

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
