দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ দাবিতে খামারবাড়িতে অবস্থান কর্মসুচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা
রবিবার (১৬ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেইন ফটকে অবস্থান নেয় কর্মকর্তারা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম মুকুলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে কর্মকর্তারা।
এ সময় টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করলেও অপরদিকে গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিমের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা।
শনিবার (১৫) মার্চ একই দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা।
সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ) উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপ-পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপ-পরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।
আরও পড়ুন: কৃষি সম্প্রসারণের ডিজি ও আওয়ামী পন্থীদের অপসারণ দাবি
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, 'সরকারের নির্দেশনায় আমরা চলি। খামারবাড়িতে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ছাড় দেওয়া হবে না'।
এসডি/