নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে মাঠে নামছে ডগ স্কোয়াড-ড্রোন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনায় ৪২৮টি ড্রোনের পাশাপাশি প্রশিক্ষিত ডগ স্কোয়াড মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২০তম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে দুই ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নির্বাচনকালীন নিরাপত্তায় মোট ৮ লাখ ৯৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ১ লাখ সেনা সদস্য এবং ১ লাখ ৪৯ হাজার পুলিশ সদস্য সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৫ হাজার সদস্যকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবেই এত বড় পরিসরে জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ, ঝুঁকি শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








