নির্বাচনের নতুন রোডম্যাপ, দ্বিতীয় রূপরেখা প্রকাশ করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করে। এতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পাশাপাশি চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
রোডম্যাপ অনুযায়ী, ২২ জানুয়ারি দেশের সব ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এছাড়া ২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাই-বাছাই, ব্যালট পেপার ও বিভিন্ন সিলের গোপনীয়তা নিশ্চিতকরণ, ভোটগ্রহণ ও ভোটগণনার পদ্ধতি, ফলাফল একত্রীকরণ, সমভোটের ক্ষেত্রে করণীয়, পুনঃসিলগালাকরণ, নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা এবং বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন জানায়, ২৫ জানুয়ারি কমিশনের অনুমোদনক্রমে ব্যালট পেপার মুদ্রণের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে আনুষ্ঠানিকভাবে মুদ্রণাদেশ দেওয়া হবে। এরপর ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থ চাহিদাও যাচাই করা হবে।
রোডম্যাপে আরও উল্লেখ করা হয়, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে ইসি। পাশাপাশি ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে।
বিজ্ঞাপন
এছাড়া খুব শিগগিরই নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে বলে রোডম্যাপে জানানো হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন না করার নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।








