Logo

গণভোটের রায়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: উপদেষ্টা ফারুক-ই-আজম

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৬
গণভোটের রায়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: উপদেষ্টা ফারুক-ই-আজম
ফারুক-ই-আজম | ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, আসন্ন গণভোটে ইতিবাচক ফলাফলের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং এর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা এবং কার্যকর নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। শাসনব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে অনিয়ম, দমন-পীড়ন ও বৈষম্য তৈরি হয়েছে, তা পরিবর্তনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিজস্ব মত ও পছন্দ থাকতে পারে এবং তারা সে অনুযায়ী ভোট দেবেন—এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তবে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন এবং প্রার্থীদের দায়বদ্ধতা নিশ্চিত করতে যে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট জরুরি।

তিনি বলেন, এই সনদ কার্যকর হলে কেউ আর ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর মানুষ হত্যা, দমন বা ভোটাধিকার হরণ করতে পারবে না। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনতেই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম রায়সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে একটি উঠান বৈঠকেও বক্তব্য রাখেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD