সিলেটে নদীপথে আসছে ভারতীয় চোরাই চিনি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪


সিলেটে নদীপথে আসছে ভারতীয় চোরাই চিনি
প্রতিকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে চোরাই পথে আসা আনুমানিক ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। 


বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের মানিকগঞ্জ বাজার সংলগ্ন কাপনা নদীর পশ্চিম তীরবর্তী স্বমিলের সামনে থেকে এসব চোরাই চিনি জব্দ করা হয়।


আরও পড়ুন: মৌলভীবাজার পুলিশ সদস্যের বাড়ি থেকে গরু চুরি!


উপজেলা প্রশাসন জানায়, মানিকগঞ্জ বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের কাপনা নদীর পশ্চিম তীরবর্তী সমিলের সামনে ইঞ্জিন নৌকা থেকে পিক আপ ট্রাকে ভারতীয় চিনি বোঝাই হচ্ছিলো। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি ডাম্প ট্রাক ও আনুমানিক ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিন নৌকা যোগে চোরাচালান কর্মকান্ডে জড়িতরা পালিয়েছে। অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি ডাম্প ট্রাক ও আনুমানিক ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। 


এমএল/