সড়কে পোস্টার হাতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ শিক্ষার্থীর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪


সড়কে পোস্টার হাতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় একাই দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ৯ম শেণীর এক স্কুল শিক্ষার্থী।


মঙ্গলবার (১৬ জুলাই) ৯টা থেকে প্রায় ১০টা পর্যন্ত নগরীর কাবিরগঞ্জ এলাকায় অবস্থিত শহীদ নাজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় একটি পোস্টার হাতে নিয়ে অবস্থান নেন ওই ছাত্রী।

 

ওই শিক্ষার্থীর নাম কামারুন মনিরা। সে শহীদ নাজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামেন তিনি।


আরও পড়ুন: বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থী মনিরা জানান, “কোটা বাতির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”


আরও পড়ুন: কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ

মনিরা আরও জানান, “স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোনো জায়গা থাকতে পারে না। মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যতে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।”


এ সময় তার হাতে লেখা পোস্টারে দেখা গেছে, “কোটা প্রথা, নিপাত যাক”, “মেধাবীরা মুক্তি পাক”।


জেবি/এসবি