সাইন্সল্যাবে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ঘটনাস্থলে নেই পুলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪


সাইন্সল্যাবে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ঘটনাস্থলে নেই পুলিশ
ছবি: প্রতিনিধি

আল জুবায়ের: রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি মোড়ে চলছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি সংঘর্ষ। এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলমান থাকলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। এরই মধ্যে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।


মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টায় সংঘর্ষের সূত্রপাত হয়েছে। 


আরও পড়ুন: কুবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কে মারধরের প্রতিবাদে মানববন্ধন


ধানমন্ডি ল্যাবএইড হাসপাতাল থেকে শুরু করে সাইন্সল্যাবরেটরি মোড় পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে  ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ,এবং মুন্সী আব্দুর রউফ কলেজ এর উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। বিপরীত পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে তাদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। ইটের আঘাতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এর আশপাশের কোথাও পুলিশ সদস্যদের দেখা যায়নি। 


আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকানো হচ্ছে: উপ-উপাচার্য


বিষয়টি নিয়ে জানতে স্থানীয় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।


জেবি/আজুবা