লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল: আফরান নিশো


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪


লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল: আফরান নিশো
আফরান নিশো

চলমান কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। পুর দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।


কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ জনগণের পাশাপাশি একাত্মতা প্রকাশ করেছেন চিত্রজগতের তারকারা। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব অভিনেতা আফরান নিশোও।


বুধবার (১৭ জুলাই)  নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে দেশের একটি কবিতা শেয়ার করেছেন তিনি। নিশোর পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—


আরও পড়ুন: কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না: শাকিব


আমার সোনার বাংলা


আমাদের প্রাণ..


লাল সবুজের পতাকা


সবুজের মাঝে লাল...


বাবা মুক্তিযোদ্ধা


চেতনা-


লড়ব যদি যাক প্রাণ..


লাল সবুজের পতাকা....


তাদেরই প্রতিদান


তাদের আত্মত্যাগের ঘ্রাণ..


তবে আজ...


কেন এতো..... লাল???


সবুজে লাল খুজি..


লালে নয় সবুজ


পতাকা হচ্ছে রক্তাক্ত...


পুরো জাতি কি আজ অবুঝ?


বলেন না?



আরও পড়ুন: জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি


মা বলেন ...আর চাইনা লাল..



ফিরিয়ে দাও.. আমার সবুজ।


লাল সবুজের পতকায় আজ কেন এত লাল?


শান্তি চাই


হোক সংস্কার


অপমান চাইনা


রক্তাক্ত রাজপথ চাইনা


হোক সমাধান


লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।


প্রসঙ্গ, সবশেষ আফরান নিশোকে দেখা গেছে “সুরঙ্গ’ সিনেমায়। এটি নির্মাণ করেছিলেন রায়হান রাফী। নিশো ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। এছাড়া সিনেমার আইটেম গানে পারফর্ম করেন নুসরাত ফারিয়া।


জেবি/এসবি