Logo

লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল: আফরান নিশো

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৪, ০৬:৫৮
93Shares
লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল: আফরান নিশো
ছবি: সংগৃহীত

অন্যান্যদের মতো শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব অভিনেতা আফরান নিশোও।

বিজ্ঞাপন

চলমান কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। পুর দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ জনগণের পাশাপাশি একাত্মতা প্রকাশ করেছেন চিত্রজগতের তারকারা। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব অভিনেতা আফরান নিশোও।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই)  নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে দেশের একটি কবিতা শেয়ার করেছেন তিনি। নিশোর পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

আমার সোনার বাংলা

বিজ্ঞাপন

আমাদের প্রাণ..

বিজ্ঞাপন

লাল সবুজের পতাকা

সবুজের মাঝে লাল...

বিজ্ঞাপন

বাবা মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

চেতনা-

লড়ব যদি যাক প্রাণ..

বিজ্ঞাপন

লাল সবুজের পতাকা....

বিজ্ঞাপন

তাদেরই প্রতিদান

তাদের আত্মত্যাগের ঘ্রাণ..

বিজ্ঞাপন

তবে আজ...

কেন এতো..... লাল???

সবুজে লাল খুজি..

লালে নয় সবুজ

পতাকা হচ্ছে রক্তাক্ত...

পুরো জাতি কি আজ অবুঝ?

বলেন না?

মা বলেন ...আর চাইনা লাল..

ফিরিয়ে দাও.. আমার সবুজ।

লাল সবুজের পতকায় আজ কেন এত লাল?

শান্তি চাই

হোক সংস্কার

অপমান চাইনা

রক্তাক্ত রাজপথ চাইনা

হোক সমাধান

লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।

প্রসঙ্গ, সবশেষ আফরান নিশোকে দেখা গেছে “সুরঙ্গ’ সিনেমায়। এটি নির্মাণ করেছিলেন রায়হান রাফী। নিশো ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। এছাড়া সিনেমার আইটেম গানে পারফর্ম করেন নুসরাত ফারিয়া।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD