বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেনি দুবাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি এমন এক গুজবে রটে! কিন্তু তা সত্য নয়।
বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নেপালে প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ১৮ জনের
তিনি জানান, “বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: নরসিংদী কারাগারের জেলার ও সুপার বরখাস্ত
কোটা সংস্কার আন্দোলনের সময়ে সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। দেশের কয়েকটি সংবাদমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বঞ্চিত সেনা কর্মকর্তা ও চাকরিচ্যুত নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম ৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট
