নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৬শে জুলাই ২০২৪


নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেফতার
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির নেতা ইস্রাফিল প্রধানকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: নরসিংদী কারাগার থেকে পলাতক জঙ্গি সোনারগাঁয়ে গ্রেফতার


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। 


অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, নারায়ণগঞ্জে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে, কাউন্সিলর ইস্রাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানা যায়।


এমএল/