Logo

সুন্নতে খতনার সঠিক বয়স কত?

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ২২:৩৫
65Shares
সুন্নতে খতনার সঠিক বয়স কত?
ছবি: সংগৃহীত

ছেলে শিশুদের খতনা করানো ইসলামে সুন্নতে মুয়াক্কাদা।

বিজ্ঞাপন

ছেলে শিশুদের খতনা করানো ইসলামে সুন্নতে মুয়াক্কাদা। হাদিস শরিফে এটিকে ফিতরত বা সুন্নত হিসেবে উল্লেখ করা হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নাবি কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

‏ الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ - الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ وَقَصُّ الشَّارِبِ

বিজ্ঞাপন

অনুবাদ: পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত; খতনা করা, নাভির নিচের পশম কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং গোঁফ ছাঁটা। (সহিহ বুখারি, ও মুসলিম)

বিজ্ঞাপন

খতনার জন্য শরিয়তে কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে  শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যেন তাকে খতনা করানো হয় সেদিকে খেয়াল রাখা তার অভিভাবকের দায়িক্ত ও কর্তব্য।

বিজ্ঞাপন

এ ব্যাপারে চিকিৎসকদের পরার্মশ নেওয়া যেতে পারে। চিকিৎসকদের পরার্মশ অনুযায়ী যে বয়সে খতনা করানো শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, পরবর্তীতে জটিলতা তৈরি হওয়ার আশংকা কম সে বয়সেই খতনা করানো উচিত।

বিজ্ঞাপন

সাধারণত আমাদের দেশে সাত থেকে দশ বছর বয়সের মধ্যে সুন্নতে খতনা করানো হয়। এটি শরিয়তের দৃষ্টিতেও  খতনা করানোর উপযোগী বয়স। কেউ আরও কম বয়সে চিকিৎসকদের সাথে পরামর্শ করে খতনা করালে তাতেও দোষের কিছু নেই।

বিজ্ঞাপন

সুন্নতে খতনা উপলক্ষে দাওয়াতের আয়োজন করা

সুন্নতে খতনা উপলক্ষে দাওয়াতের আয়োজন করা ইসলামি শরিয়তে জায়েজ, তবে এটা সুন্নত বা মুস্তাহাব নয়, এবং ইসলামে এর বিশেষ কোনো ফজিলতও নেই। আল্লাহর রাসুল নাবি কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে সুন্নতে খতনা উপলক্ষে কোনো অনুষ্ঠান বা দাওয়াতের আয়োজন করা হতো না। (মুসনাদে আহমদ : ৪/২১৭)।

বিজ্ঞাপন

কিন্ত কোনো কোনো সাহাবিরা সুন্নতে খতনা উপলক্ষে কখনো খাবারের ব্যবস্থা করেছেন এমন বর্ণনা পাওয়া যায়। হযরত তাবেঈ নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বাচ্চাদের সুন্নতে খতনা উপলক্ষে খাবার খাওয়াতেন। অন্য এক বর্ণনায়  আবদুল্লাহ ইবনে ওমর (রা.) পুত্র সালেম (রহ.) বলেন, আমার বাবা আমার এবং নুআইম ইবনে আবদুল্লাহর সুন্নতে খতনা উপলক্ষে একটি ভেড়া জবাই করেছিলেন। আমরা ওই ভেড়ার গোশত কেটে কেটে বাচ্চাদের দিয়েছিলাম। (মুসান্নাফ ইবনে আবি শাইবা)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব বর্ণনাগুলোর আলোকে বলা যায় ইসলামি শরিয়তে সুন্নতে খতনা উপলক্ষে দাওয়াতের আয়োজন করা জায়েজ, এবং এসব দাওয়াতে অংশগ্রহণ করাও ইসলামি শরিয়তে জায়েজ। তবে এটাকে ইসলামি  শরিয়তের বিধান বা জরুরি, মুস্তাহাব বা বিশেষ ফজিলতপূর্ণ কাজ বলে মনে করা যাবে না।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD