Logo

“মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মত রসুন আমদানি”

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৪, ০৪:০৮
35Shares
“মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মত রসুন আমদানি”
ছবি: সংগৃহীত

এর মধ্যে ২ (দুই) টি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়

বিজ্ঞাপন

সিংগাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌছায়। জাহাজটি থেকে ২২৯ টিইইউজ কন্টেইনার মোংলা বন্দরে খালাস করা হয়। এর মধ্যে ২ (দুই) টি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়। 

রবিবার (২৮ জুলাই) মোংলা বন্দরের মাধ্যমে এই প্রথম রসুন আমদানি হয় যা মোংলা কাস্টমস হাউজ কর্তৃক কায়িক পরিক্ষা সম্পন্ন শেষে খালাসের অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোংলা বন্দর দিয়ে (১ জুলাই থেকে ২৭ জুলাই) পর্যন্ত মোট ৫৭ টি বিদেশী বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোষাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয় যার পরিমান ৫লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কন্টেইনার এবং ১৩৪৯ টি গাড়ি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD