শোকের দিনে ‘লাল’ প্রোফাইলে ছেয়ে গেছে শিক্ষার্থীদের ফেসবুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালন করা হচ্ছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়। অপরদিকে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা পালন করছেন অন্য কর্মসূচি। তাদের কর্মসূচি পালন করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রংয়ের প্রোফাইল ফটোতে।
আরও পড়ুন: নির্বাহী আদেশে কালকের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত: আইনমন্ত্রী
মঙ্গলবার (৩০ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা যায়।
প্রোফাইলে লাল ছবি দেয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা গেছে।
আরও পড়ুন: নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না: ওবায়দুল কাদের
লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, “সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।”
জেবি/এসবি