কোটা আন্দোলনে ফায়ার সার্ভিসের ১৫ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪


কোটা আন্দোলনে ফায়ার সার্ভিসের ১৫ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ
ছবি: জনবাণী

কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংস্থাটির আনুমানিক ১২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর  মধ্যে ৮টি পানিবাহী গাড়ি, ৫টি দ্বিতীয় কল গাড়ি, ১টি অ্যাম্বুলেন্স ও ১টি পিকআপ রয়েছে।


মঙ্গলবার (৩০ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জনবাণীকে এ তথ্য জানান। 


আন্দোলনের সময় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি), সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাড্ডা, রামপুরা, মিরপুর ও উত্তরায় সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যমতে, নারায়ণগঞ্জের কাঁচপুর ও হাজীগঞ্জে দুটি গাড়ি, চট্টগ্রামের কালুরঘাটে একটি গাড়ি ও ঢাকার বিভিন্ন স্থানে ১২টি গাড়িসহ মোট ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।


আরও পড়ুন: ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব


গত ১৮ ও ১৯ জুলাই ঢাকার অন্তত ২০টি স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকায় ৯১টি এবং সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আরও ২৪ কলসহ মোট ১১৫টি অগ্নিসংযোগ ও বিভিন্ন দুর্ঘটনার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 


রাজধানীর রামপুরা রোড, বিটিভি ভবন, মিরপুর-১০ নম্বর মোর, উত্তরার হাউজবিল্ডিং, আজমপুর, খালপাড়, বিমানবন্দর গোলচত্বর, বনানী, মহাখালী, বাড্ডা নতুন বাজার, আশুলিয়া রোড, পল্টন, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, হাতিরঝিল, প্রেসক্লাব মোড়, হাইকোর্ট মাজার, টিএসসি, কাঁটাবন, শাহাবাগ, মোহাম্মদপুরের বছিলা, যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় হামলা চালায় দুর্বৃত্তকারীরা। এসময় রাস্তার ডিভাইডারের বিভিন্ন অংশের গাছ উপরে ফেলে। ডিভাইডারের দেয়াল ভাঙাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক গাড়ি, মোটরসাইকেল, মেট্রোরেল স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তকারীরা।


আরও পড়ুন: ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের


এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিলেও পথিমধ্যে তাদের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাংচুর করা হয় এতে ১৮ জন ফায়ার ফাইটার আহত হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জনবাণীকে বলেন, সহিংসতায় ফায়ার সার্ভিসের ১৮ জন সদস্য আহত হয়েছে। ১৫টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে এতে আনুমানিক ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস মানুষের দুঃসময়ের বন্ধু, আমরা সব সময় মানুষের জীবন বাঁচাতে কাজ করি। আমাদের গাড়িগুলোতে কেন ভাংচুর ও আগুন দেওয়া হলো। 



জেবি/এসবি