ভারতের ওয়েনাড়ে মৃত বেড়ে ১৫৬, ২ দিনের শোক পালনের ঘোষণা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৪
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত ভারতের কেরলের ওয়েনাড়ে আরও বাড়ল মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ওয়েনাড়ে মৃত বেড়ে ১৫৬। আহত আরও ১৮০ জন। পানিতে ভেসে যাওয়া এলাকাতে চলছে উদ্ধার কাজ।
আরও পড়ুন: ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী
মঙ্গলবার (৩০ জুলাই ) বিকেলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকের বৈঠকে ওয়েনাড় বিপর্যয় ঘিরে শোক প্রকাশ করেছেন। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ওয়েনাড়ের ঘটনায় রাজ্যে ২ দিনের শোক পালনের ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে একটানা ভারি বৃষ্টির জেরে এই বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ওয়েনাড়।
কয়েকটি এলাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঘুমের মধ্যেই ভেসে মৃত্যু হয়েছে অধিকাংশের। পরপর ভূমিধসে জেরে অন্ততপক্ষে ৪০০টি পরিবার গৃহহীন। ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না: গয়েশ্বর
উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, ভারতীয় সেনাবাহিনী, বায়ু সেনার ২টি হেলিক্প্টার, ভারতল এবং নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু।
এসডি/