Logo

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত–রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৩
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত–রাশিয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে যৌথ সামরিক নৌ-মহড়া আয়োজন করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মিলান ২০২৬ নেভাল এক্সারসাইজ’। দুই দেশের নৌবাহিনীর সমন্বয়ে আয়োজিত এই মহড়া আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

রুশ বার্তাসংস্থা তাস রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে জানিয়েছে, মহড়ায় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) শক্তিশালী যুদ্ধজাহাজসহ একাধিক রণতরী অংশ নেবে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিকায়ন করা ফ্রিগেট “মার্শাল শাপোশনিকভ”। বিশাল আকারের এই যুদ্ধজাহাজটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এবং একই সঙ্গে সাবমেরিন বিধ্বংসী গাইডেড মিসাইল ব্যবহার করতে পারে, যা একে বহুমুখী যুদ্ধক্ষমতাসম্পন্ন রণতরীতে পরিণত করেছে।

বিজ্ঞাপন

রাশিয়ার নৌবাহিনী সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল কার্যক্রমে শাপোশনিকভকে ব্যবহার করে থাকে। যৌথ মহড়ায় অংশ নিতে জাহাজটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়েছে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে জানানো হয়, গত বুধবার এটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে।

মহড়া শেষে জাহাজটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে যাত্রা করবে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে এটি নোঙর করবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ সামরিক মহড়ার ঘোষণা ভারতের নৌবাহিনী তিন মাস আগেই দিয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে দেওয়া এক ঘোষণায় ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সূত্র: তাস

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD