ইরানের সময় ফুরিয়ে আসছে: সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “সময় ফুরিয়ে আসছে” এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে ‘বিশাল নৌবহর’ দ্রুত এবং শক্তিশালী উদ্দেশ্যে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, ইরান দ্রুত ‘টেবিলে ফিরে’ একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি নিয়ে আলোচনা করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী স্থল ও সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের “তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া” জানাতে প্রস্তুত।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে তেহরান বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করে, বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে আলোচনাটি “প্রকৃত ও আন্তরিক” হতে হবে। তিনি এও উল্লেখ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট যে আলোচনার জন্য অপেক্ষা করছেন, তা বাস্তবে চাপ প্রয়োগের উদ্দেশ্য বহন করছে।
আরও পড়ুন: কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, এমপিসহ নিহত ১৫
বিজ্ঞাপন
গত জুনে মার্কিন হামলার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেছেন, পরবর্তী আক্রমণ আরও গুরুতর হবে এবং তা আর হতে দেওয়া হবে না।








