Logo

বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৫:২৪
বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের বিশেষভাবে পরীক্ষা করবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। মূলত নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডাক্তার জুলকেফলি আহমেদ জানান, সব বিমানবন্দরে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার বিষয়টি অব্যাহত থাকবে। এরমধ্যে শরীরের তাপমাত্রা মাপার বিষয়টি অব্যাহতভাবে চলবে। নিপাহ ভাইরাসের অন্যতম লক্ষ্য হলো তাপমাত্রা বেশি বা জ্বর থাকা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, বাংলাদেশ ও ভারত উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হওয়ায় এ দুই দেশ থেকে আসা মানুষদের বিশেষভাবে পরীক্ষা করা হবে। যদিও এ দুই দেশের যাত্রীদের ক্ষেত্রে আলাদা কোনো রুটের ব্যবস্থা করা হবে না। কিন্তু কারও শরীরে যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় তাহলে তাকে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

সূত্র: মালয় মেইল

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD