ফেসবুকের সঙ্গে অনলাইন বৈঠকে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৪


ফেসবুকের সঙ্গে অনলাইন বৈঠকে বাংলাদেশ
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, টিকটকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সরকার। তাদের যৌক্তিক ব্যাখা দিতে দেওয়া হয় চিঠিও। সেই চিঠিতে ফেসবুক সাড়া না দিলেও আজ অনলাইনে বৈঠকে বসেছে প্রতিষ্ঠানটি।


বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) এই বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ অনলাইনে যোগ দিয়েছে।


আরও পড়ুন: সরকারের তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব


সরকারের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


আরও পড়ুন: সরকারি ওয়েবসাইটে দশ দিনে ৫০ হাজার বার সাইবার হামলা: পলক


গেল ১৮ জুলাই থেকে দেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট চালু হলেও স্বাভাবিক প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্ভব হচ্ছে না।


জেবি/এসবি