ফের নতুন কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪


ফের নতুন কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধনীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।


আরও পড়ুন: কোটা আন্দোলনে ফায়ার সার্ভিসের ১৫ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ


নতুন কর্মসূচি ঘোষণার আগে বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক নাফিজা জান্নাত।


এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখেন পুলিশ-বিজিবি সদস্যরা। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিতে থাকেন।


আরও পড়ুন: শোকের দিনে ‘লাল’ প্রোফাইলে ছেয়ে গেছে শিক্ষার্থীদের ফেসবুক


বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


জেবি/আজুবা