Logo

কোটা আন্দোলনে সংশ্লিষ্টতায় পদ হারালেন যুব মহিলা লীগ নেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ০৫:০৯
97Shares
কোটা আন্দোলনে সংশ্লিষ্টতায় পদ হারালেন যুব মহিলা লীগ নেত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনে পরোক্ষভাবে জড়িত থেকে সাংগঠনিক তথ্য পাচারের অভিযোগে বাংলাদেশ যুব মহিলা লীগের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রীর নাম মনিরা আফরোজ মিম। তিনি যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। 

বুধবার (৩১ জুলাই) যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে শক্তির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য মনিরা আফরোজ মিমকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও কি তথ্য ও কোথায় পাচার করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক দলীয় তথ্য তিনি বাইরে পাচার করতেন। গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধের শক্তির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত বলতে, তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে যুব মহিলা লীগ। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD