সারজিসকে সমর্থন জানিয়ে মাঠ ছাড়লেন জামায়াত প্রার্থী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর, জামায়াতে ইসলামী ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়িয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন, তবে মনোনয়নপত্র জমা দেননি এবং এনসিপি প্রার্থী সারজিস আলমের পাশে থাকেন।
এ সময় অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করব।
বিজ্ঞাপন
সারজিস আলম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমরা স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগের নির্বাচনের মতো পেশিশক্তি, কালো টাকার প্রভাব, সহিংসতা ও হানাহানি আর চাই না। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গঠনে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও মানুষের ত্যাগ-অঙ্গহানিকে সামনে রেখে ভবিষ্যতের বাংলাদেশকে সুসংগঠিতভাবে গড়ে তুলতে চাই।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন এবং উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।








