জামায়াত নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হাসনাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে রাজনৈতিক চমক তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও।
জমা দেওয়ার আগে জামায়াতে ইসলামী ও এনসিপির সমঝোতার কারণে এই আসনে নির্বাচন না করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর সাইফুল ইসলাম শহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি মনোনয়নপত্র জমা দেবেন না।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। নির্বাচন বিশ্লেষকরা ধারণা করছেন, শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
বিজ্ঞাপন
কুমিল্লা-৪ আসনে জোট প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহর নাম নির্বাচনময় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।








