এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগদান করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন না।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ দলের মনোনীত প্রার্থীদের জিতিয়ে সংসদে পাঠানোর লক্ষ্যে কাজ করবেন এবং এই দায়িত্বের জন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, আজকের দিনটি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রার্থীরা সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও দক্ষ মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। তিনি মুখপাত্র হিসেবে দলের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে নিজেও বক্তব্য রাখেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ সহযোদ্ধা শহীদ হয়েছেন, ৩০ হাজারের বেশি আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এখন আমার দায়িত্ব হলো আমাদের সহযোদ্ধাদের সংসদে পাঠাতে অবদান রাখা এবং নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করা।
বিজ্ঞাপন
আসিফ মাহমুদ বলেন, আমার একার সংসদে যাওয়ার চেয়ে, জুলাই গণঅভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধাকে সংসদে পাঠাতে সহায়তা করা আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। আমরা আশা করি, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণে সফল হবে, এবং আমি সেই প্রচেষ্টায় অবদান রাখব।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। গত বছরের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন এবং ১১ ডিসেম্বর পদত্যাগ কার্যকর হয়।








