Logo

এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না সামান্তা শারমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৮
10Shares
এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না সামান্তা শারমিন
সামান্তা শারমিন | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফের ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতের পোস্টে তিনি স্পষ্ট করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, পার্টির মাত্র ১০ মাসের পথচলায় মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য। এনসিপিতে মধ্যমপন্থা অর্জন কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়।

সামান্তা শারমিন জানিয়েছেন, নির্বাচনী কৌশল, বিশেষ করে জামায়াতে ইসলামির সঙ্গে জোট ও আসন সমঝোতার বিষয়ে পার্টির ভেতরে ভিন্নমত প্রকাশ হয়েছে। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, জোট গঠনের সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন না।

বিজ্ঞাপন

সামান্তা শারমিন বলেন, পার্টি থেকে আপাতত পদত্যাগ করছি না, তবে এনসিপি–জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও উল্লেখ করেন, পার্টির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়, ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।

বিজ্ঞাপন

এনসিপির এই নেত্রী বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্ত পার্টির ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, এবং তার নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎও এর ফলাফলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই সিদ্ধান্তের রাজনৈতিক ফলাফল সময়ই নির্ধারণ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD