নির্বাচনে প্রার্থী না হয়ে দল গঠনের ইঙ্গিত দিলেন মাহফুজ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। বিষয়টি তাকে বিব্রতকর অবস্থায় ফেলায় তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেবেন না। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে ফরম নেওয়া হলেও এটি কেবল শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
মাহফুজ আলম জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে আন্দোলনের নীতি ও কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সহযোদ্ধারা গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। শুরুতে দলটিতে মাহফুজ আলমের প্রভাব থাকলেও পরে তা কমে আসে। বিভিন্ন সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
এক সময় মাহফুজ আলম বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন—এমন আলোচনা শোনা গেলেও, সর্বশেষ জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার পর মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, এই জোটের অংশ হলেও তিনি প্রার্থী হবেন না।
লহ্মীপুর-১ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। নিজেকে নিয়ে তিনি বলেন, “আমি শুরু থেকেই নির্বাচন করবো না বলে আসছি। সরকার মনে করেছে ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সরে এসেছি। আমার সিদ্ধান্ত পূর্বেই স্থির ছিল।
বিজ্ঞাপন
মাহফুজ আলম ফেসবুকে আরও লিখেছেন, আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব। আমি জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়াকে তুচ্ছ মনে করি না, কিন্তু দীর্ঘমেয়াদি অবস্থান ধরে রাখাই আমার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ বর্তমানে শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের নীতি ও বক্তব্যে অটল থাকা শ্রেয়। বিকল্প তরুণ/জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। আমি যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব—রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব উপায়ে। যদি তুমি আমার সাথে যোগ দিতে আগ্রহী হও, তাহলে তোমাকে স্বাগত।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬:২০ মিনিটে মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দল গঠনের ইঙ্গিত দেন। তিনি লিখেন, আমরা নতুন করে শুরু করব। ধারণা, দৃষ্টিভঙ্গি এবং সততা নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাব। আসুন আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি - জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। আমরা কোনও আপস করব না।









