Logo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৯
2Shares
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জেলা বিএনপির নেতারা তার প্রতিনিধিত্ব করে মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৪৯ হাজার। দীর্ঘদিন ধরে এ আসনটি জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

জানা গেছে, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তার সক্রিয় রাজনৈতিক ভূমিকা ও সরাসরি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD