Logo

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:১২
16Shares
এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দলটির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

এরই মধ্যে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, তার পক্ষে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের এক এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি কিছুটা গোপন রাখা হলেও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, আসিফ মাহমুদের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এরই মধ্যে তিনি ওই আসনে ভোটার হয়েছেন এবং প্রচার কার্যক্রমও শুরু করেছেন। ফলে কোন আসন থেকে তিনি শেষ পর্যন্ত নির্বাচন করবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD