Logo

আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৬
26Shares
আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার একদিনের মাথায় ফের জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় জানানো হয়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন।

তিনি বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এনসিপি এই জোটে অংশ নিয়েছে। শুরু থেকেই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং সে অনুযায়ী সারা দেশ থেকে মনোনয়নও আহ্বান করা হয়েছিল।

তিনি আরও জানান, সংস্কার প্রশ্নে আরও দুটি দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে একটি সংস্কার জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই ঘটনায় দেশের ভেতরে আধিপত্যবাদী আগ্রাসী শক্তির সক্রিয় উপস্থিতি আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত শক্তিগুলো এখনো নির্বাচন বানচাল ও সংস্কার প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ নাগরিক, শহীদ পরিবার ও আহতদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি সতর্ক করে বলেন, আজ একজন আক্রান্ত হলে আগামী দিনে অন্যরাও ঝুঁকির মুখে পড়তে পারেন।

এই পরিবর্তিত বাস্তবতায় দলীয় ফোরামে বিস্তারিত আলোচনা শেষে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক। জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী করণীয় তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD