Logo

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:১০
7Shares
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় যুগ পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়ি বহর কার্যালয়ের সামনের প্রধান ফটকে প্রবেশ করলে নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

তার আগেই, দুপুরে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। কেন্দ্রীয় কার্যালয়ে তার আগমনকে কেন্দ্র করে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে মূল ফটক বন্ধ রাখা হয় এবং সীমিত পরিসরে সিনিয়র নেতারা কার্যালয়ে প্রবেশ করেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কার্যালয়ের সামনে র‌্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান করছে। এছাড়াও আশপাশের এলাকা জুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

বিজ্ঞাপন

প্রায় দেড় যুগ পর এই ঐতিহাসিক আগমনের বিশেষ মুহূর্তে কার্যালয় সংলগ্ন এলাকায় বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। নেতাকর্মীরা উৎসাহ ও উচ্ছ্বাস নিয়ে এই আগমনকে স্বাগত জানাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD