বিএনপি কার্যালয়ে দুই ঘণ্টা বসিয়ে রেখেও আলোচনা হয়নি: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী হিসেবে থাকলেও এবার জামায়াত জোটের সঙ্গে একত্রিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ জানিয়েছেন, দলের প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠকের পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের সঙ্গে অংশ নেওয়াই তাদের একমাত্র বিকল্প।
অলি আহমদ অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিবের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। দুই ঘণ্টা ধরে বিএনপি কার্যালয়ে বসেও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি, কেবল অনানুষ্ঠানিকভাবে কয়েকজনের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এলডিপি জোটগত সমঝোতার জন্য বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিল, যাতে যেকোনো ৮–১০ জনকে বিবেচনা করলে দল টিকে থাকতে পারত। তবে শীর্ষ নেতাদের কাছে পাঠানো এই তালিকার কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।
অলি মন্তব্য করেন, এটি আমাদের জন্য চরম অবমূল্যায়ন। বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে, সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এলডিপি নেতা বলেন, আমাদের দল কখনো চান্দাবাজি করে না। নেতাদের নিজের পকেট থেকে খরচ করে দল চালানো হয়, অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম এক। বিএনপির সংকটকালে আমরা পাশে ছিলাম, এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই।
কর্ণেল অলি জানান, দীর্ঘ প্রায় চার ঘণ্টার বৈঠকের পর তৎকালীন মহাসচিব ড. রিদওয়ান আহমদ প্রস্তাব দেন এলডিপি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে। এই প্রস্তাবে উপস্থিত সব প্রেসিডিয়াম সদস্য একমত হন এবং লিখিতভাবে সিদ্ধান্তে স্বাক্ষর করেন।








