নয়াপল্টনের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য গুলশানের বাসা থেকে বের হয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতির প্রস্তুতির জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
তারেক রহমানকে স্বাগত জানাতে কার্যালয়ের আশেপাশে শতাধিক নেতা-কর্মী জমায়েত হয়েছেন। তারা নানা ধরনের স্লোগান দিয়ে নেতাকে অভ্যর্থনা জানাচ্ছেন।
কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা তৎপর করা হয়েছে। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে মূল ফটক বন্ধ রাখা হয়েছে এবং সীমিত পরিসরে সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন।
বিজ্ঞাপন

এছাড়াও র্যাবের একটি ডগ স্কোয়াড টিম উপস্থিত রয়েছে। কার্যালয় ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।
প্রায় দেড় যুগ পর এই আগমন, তাই কার্যালয় সংলগ্ন এলাকায় বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুরের পর তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছবেন।
বিজ্ঞাপন
বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, যারা এই ঐতিহাসিক আগমনের সাক্ষী হতে ভিড় করেছেন।








