Logo

কোটিপতি জামায়াত আমির, রয়েছে ডুপ্লেক্স বাড়িসহ নগদ ৬০ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৫
22Shares
কোটিপতি জামায়াত আমির, রয়েছে ডুপ্লেক্স বাড়িসহ নগদ ৬০ লাখ টাকা
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি হলফনামায় নিজের সম্পদের বিস্তারিত প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করার সময় এসব তথ্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

হলফনামায় উল্লেখ অনুযায়ী, ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা রয়েছে। এছাড়া ১০ ভরি সোনা, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, তার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত।

তিনি নিজের নামে ১১.৭৭ শতক জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি স্থাপন করেছেন, যার মূল্য ২৭ লাখ টাকা। এছাড়া ২ একর ১৭ শতক কৃষিজমি রয়েছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমানের মোট সম্পদের আনুমানিক মূল্য দাঁড়ায় এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। তার সম্পদের মধ্যে রয়েছে বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার যার মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।

এছাড়া তিনি ২ লাখ টাকার ইলেকট্রিক পণ্য, সাড়ে চার লাখ টাকার যানবাহন এবং দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্রও মালিকানাধীন।

বিজ্ঞাপন

নির্বাচনি হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি এবং চিকিৎসা পেশার মাধ্যমে বছরে কৃষিখাত থেকে ৩ লাখ টাকা আয় করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তার পক্ষে উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD