Logo

এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৫
8Shares
এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আসিফ মাহমুদ এর আগে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মঙ্গলবার বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। সংবাদ সম্মেলনের আগে পর্যন্ত তার যোগদানের বিষয়টি নিশ্চিত ছিল না।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। সেই আন্দোলনের সফলতার পর ২০২৪ সালের ৫ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর পদত্যাগ কার্যকর হয়।

বিজ্ঞাপন

এনসিপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে আসিফ মাহমুদ নতুন রাজনৈতিক পথচলায় অংশ নিচ্ছেন এবং দলটির কর্মসূচি ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD