Logo

এই সংসদ নির্বাচনে একা হয়ে পড়েছে বিএনপি: ডা. তাহের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২১:০৭
12Shares
এই সংসদ নির্বাচনে একা হয়ে পড়েছে বিএনপি: ডা. তাহের
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত রয়েছে। ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল এবং জাতীয়তাবাদী দলের অংশ যারা ২৪ জুলাইয়ের চেতনাধারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে কখনো ঘটেনি।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, একদিকে কতিপয় মানুষ ও কয়েকটি দল, অন্যদিকে সারা বাংলাদেশ। জনগণ এবার এই জোটকে বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ করে দেবেন। যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্রও প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে।

ডা. তাহের আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে। তিনি বলেন, জনগণ সুশৃঙ্খলভাবে তাদের ভোট দিতে পারবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD